Penal Code Model Test 01
০১. চুরি করতে গিয়ে আসামী যদি স্বেচ্ছাক্রমে আঘাত দেয়, তবে অপরাধটি হবে-
     ক. বলপূর্বক আদায়
     খ. দস্যুতা
     গ. ডাকাতি
     ঘ. চুরি
০২. The Penal Code 1860 এর কোন ধারার বিধান অনুযায়ী অপরাধ সংঘটনে অংশগ্রহণ না করা সত্ত্বেও শুধু সাধারণ উদ্দেশ্য থাকায় অপরাধ সংঘটনের অপরাধে অভিযুক্ত হতে হয় ?
     ক. ২০৫
     খ. ১৮৬
     গ. ১৪৯
     ঘ. ৩৪
০৩. দন্ডবিধির কত ধারায় বলা হয়েছে - 'মানসিকভাবে অসুস্থ ব্যক্তি কর্তৃক অপরাধ শাস্তি যোগ্য নয়' ?
     ক. ৮৪ ধারায়
     খ. ৬৫ ধারায়
     গ. ৮৩ ধারায়
     ঘ. ৬৬ ধারায়
০৪. অপরাধীর সংখ্যা ছাড়া নিম্নবর্ণিত কোন দুটি অপরাধের উপাদান অভিন্ন ?
     ক. চুরি ও বলপূর্বক আদায়
     খ. বলপূর্বক আদায় ও ডাকাতি
     গ. বলপূর্বক আদায় ও দস্যুতা
     ঘ. ডাকাতি ও দস্যুতা
০৫. The Penal Code, 1860 এর কত ধারায় 'Defamation' সংজ্ঞায়িত হয়েছে ?
     ক. ৪৯৯
     খ. ৫০০
     গ. ৪৯৮
     ঘ. ৫০১
০৬. দন্ডবিধি অনুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে কখন অপরাধীর মৃত্যু ঘটানো যায় ?
     ক. প্রতারণা করলে
     খ. রাষ্ট্রদ্রোহিতা করলে
     গ. মানহানি করলে
     ঘ. রাতের বেলায় ঘর ভেঙ্গে অনুপ্রবেশ করলে
০৭. যুক্তরাজ্যে বসবাসকারী "ম" একজন বাংলাদেশী নাগরিক। সে নেপালে একজন ব্যক্তিকে হত্যা করে। বাংলাদেশের যোগ্যতাসম্পন্ন কোন আদালত "ম" এর বিচার করতে পারে, যদি তাকে পাওয়া যায়--
     ক. নেপালে
     খ. বাংলাদেশে
     গ. যুক্তরাজ্যে
     ঘ. যেকোনো দেশে
০৮. ধর্ষণ অপরাধ সংঘটনের উপাদান হল-
     ক. ৫ টি
     খ. ৬ টি
     গ. ২ টি
     ঘ. ৪ টি
০৯. ডাকাতির সর্বোচ্চ শাস্তি কি ?
     ক. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড
     খ. ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড
     গ. যাবজ্জীবন কারাদণ্ড
     ঘ. ১০ বছর পর্যন্ত কারাদণ্ড
১০. ডাকাতি করার প্রস্তুতি গ্রহন করলে সর্বোচ্চ শাস্তি কি ?
     ক. ১০ বছর পর্যন্ত কারাদণ্ড
     খ. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড
     গ. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড
     ঘ. ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড
১১. অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শাস্তির মেয়াদ কত দিন ?
     ক. ২ বছর পর্যন্ত
     খ. ৫ বছর পর্যন্ত
     গ. ৩ বছর পর্যন্ত
     ঘ. ৬ বছর পর্যন্ত
১২. দন্ডবিধির কোন ধারাতে আঘাত এর শাস্তির কথা বলা হয়েছে ?
     ক. ৩২২ ধারাতে
     খ. ৩২৩ ধারাতে
     গ. ৩২১ ধারাতে
     ঘ. ৩২৪ ধারাতে
১৩. খুন বলে গন্য হওয়া দণ্ডনীয় নরহত্যা এবং খুন বলে গন্য না হওয়া দণ্ডনীয় নর হত্যার মধ্যে মুখ্য পার্থক্যকারী উপাদান কোনটি ?
     ক. আঘাতের গুরুতর প্রকৃতি
     খ. ব্যবহৃত আস্ত্রের গুরুতর প্রকৃতি
     গ. যে পরিস্থিতিতে অপরাধ সংঘটিত হয়েছে
     ঘ. খুনের অভিপ্রায়
১৪. দন্ডবিধি কত সালের আইন ?
     ক. ১৮৬০ সালের
     খ. ১৭৬০ সালের
     গ. ১৯৬০ সালের
     ঘ. ১৮৬৬ সালের
১৫. খুন নয় এমন অপরাধমূলক নরহত্যার সর্বোচ্চ শাস্তি কি ?
     ক. ১৪ বছরের কারাদণ্ড ও জরিমানা
     খ. যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা
     গ. ১০ বছরের কারাদণ্ড ও জরিমানা
     ঘ. ৭ বছরের কারাদণ্ড ও জরিমানা
১৬. দণ্ডবিধির কত ধারায় দাঙ্গার শাস্তির কথা বলা আছে ?
     ক. ১৪৮ ধারায়
     খ. ১৪৯ ধারায়
     গ. ১৪৭ ধারায়
     ঘ. ১৫০ ধারায়
১৭. দন্ডবিধির কত ধারায় সাধারণ অভিপ্রায় (Commom Intention) এর শাস্তির কথা বলা হয়েছে ?
     ক. ৩৫ ধারায়
     খ. ৩৬ ধারায়
     গ. ৩৪ ধারায়
     ঘ. ১৪৯ ধারায়
১৮. ব্যভিচারের জন্য কাকে অভিযুক্ত করা যায় ?
     ক. স্বামীকে
     খ. পুরুষ আসামীকে
     গ. মহিলা আসামীকে
     ঘ. উপরের সব
১৯. দন্ডবিধির কোন ধারা অনুযায়ী বাংলাদেশে সমকামিতা অপরাধ ?
     ক. ৩৮৭ ধারা
     খ. ৩৭৫ ধারা
     গ. ৩৭৯ ধারা
     ঘ. ৩৭৭ ধারা
২০. চোরাই মাল জানার পরেও 'ক' একটি টিভি অসাধুভাবে গ্রহণ করে, 'ক' সর্বোচ্চ কত দিনের জন্য দণ্ডিত হবে ?
     ক. ৩ বছর
     খ. ৬ মাস
     গ. ১ বছর
     ঘ. ৫ বছর
২১. প্রতারণামূলক বিবাহ উদযাপনের সর্বোচ্চ শাস্তি কতদিনের ?
     ক. ৬ বছর
     খ. ৮ বছর
     গ. ৭ বছর
     ঘ. ৯ বছর
২২. কোন স্থানে চুরি করলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান আছে ?
     ক. রাস্তায়
     খ. জাহাজে
     গ. গাড়িতে
     ঘ. কোনটিই নয়
২৩. কখন গর্ভপাত অপরাধ হিসেবে গন্য হবেনা ?
     ক. চিকিৎসাজনিত কারণে গর্ভপাত করা হলে
     খ. সরল বিশ্বাসে গর্ভপাত করা হলে
     গ. নারীর জীবন রক্ষার জন্য গর্ভপাত করা হলে
     ঘ. উপরের সব
২৪. যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি কর্তৃক খুনের উদ্যোগে আঘাত করা হলে সর্বোচ্চ শাস্তি কী ?
     ক. মৃত্যুদণ্ড
     খ. ২০ বছরের কারাদণ্ড
     গ. যাবজ্জীবন কারাদণ্ড
     ঘ. ২৫ বছরের কারাদণ্ড
২৫. বেআইনিভাবে ১০ বা ততোধিক দিনের জন্য আটক রাখলে সর্বোচ্চ শাস্তির মেয়াদ কত দিন ?
     ক. ৬ মাস
     খ. ৩ বছর
     গ. ১ বছর
     ঘ. ২ বছর