Model Test 01
০১. ফৌজদারী কার্যবিধি কার্যকর হয় -
     ক. ১লা জুলাই ১৯৯৮ সালে
     খ. ১লা জুলাই ১৮৯৮ সালে
     গ. ১লা জুন ১৮৯৮ সালে
     ঘ. ১লা জুলাই ১৮৭৮ সালে
০২. প্রতিটি জেলায় বা দায়রা বিভাগে সর্বোচ্চ ফৌজদারী আদালতের বিচারক হলো-
     ক. অতিরিক্ত দায়রা জজ
     খ. যুগ্ম দায়রা জজ
     গ. দায়রা জজ
     ঘ. কোনটিই নয়
০৩. মহানগর এলাকায় দায়রা আদালত কি নামে পরিচিত ?
     ক. মহানগর দায়রা আদালত
     খ. দায়রা আদালত
     গ. অতিরিক্ত মহানগর দায়রা আদালত
     ঘ. কোনটিই নয়
০৪. মেট্রোপলিটন এলাকায় সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে-
     ক. অতিরিক্ত পুলিশ কমিশনারকে
     খ. যেকোনো ব্যক্তিকে
     গ. তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে
     ঘ. পুলিশ কমিশনারকে
০৫. ফৌজদারী কার্যবিধি প্রথম পাস হয় কত সালে ?
     ক. ১৮৬১ সালে
     খ. ১৯৬১ সালে
     গ. ১৮৫১ সালে
     ঘ. ১৮৮১ সালে
০৬. ফৌজদারী কর্যবিধির ৬(২) ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট কয় প্রকার ?
     ক. ৩ প্রকার
     খ. ৫ প্রকার
     গ. ৬ প্রকার
     ঘ. ২ প্রকার
০৭. দায়রা আদালত কয় প্রকার ?
     ক. ২ প্রকার
     খ. ৩ প্রকার
     গ. ৫ প্রকার
     ঘ. ৬ প্রকার
০৮. ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট জরিমানা করতে পারে-
     ক. ৫ হাজার টাকা পর্যন্ত
     খ. ২ হাজার টাকা পর্যন্ত
     গ. ৩ হাজার টাকা পর্যন্ত
     ঘ. ১০ হাজার টাকা পর্যন্ত
০৯. দায়রা জজ কে নিয়োগ দিয়ে থাকেন ?
     ক. প্রধানমন্ত্রী
     খ. হাইকোর্ট
     গ. রাষ্ট্রপতি
     ঘ. আইন মন্ত্রী
১০. অতিরিক্ত দায়রা জজ কে নিয়োগ দিয়ে থাকেন ?
     ক. রাষ্ট্রপতি
     খ. হাইকোর্ট
     গ. আইন মন্ত্রী
     ঘ. প্রধানমন্ত্রী
১১. "বিচার চলাকালে আসামী জেল হাজতে থাকলে এবং বিচার শেষে দণ্ডপ্রাপ্ত হলে, সেক্ষেত্রে দণ্ডিত হওয়ার পূর্বে আসামী যত দিন জেল হাজতে ছিল তা বাদ দিতে হবে" ফৌজদারী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. ধারা ৩৫ক (২)
     খ. ধারা ৩৬ক (১)
     গ. ধারা ৩৫ক (১)
     ঘ. ধারা ৩৫খ (১)
১২. মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-
     ক. দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করে
     খ. প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করে
     গ. তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করে
     ঘ. কোনটিই নয়
১৩. ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দিতে পারে ?
     ক. ৩ বছরের
     খ. ১ বছরের
     গ. ৫ বছরের
     ঘ. ২ বছরের
১৪. ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারে ?
     ক. ২ হাজার টাকা
     খ. ৫ হাজার টাকা
     গ. ৩ হাজার টাকা
     ঘ. ৬ হাজার টাকা
১৫. নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে ফৌজদারী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. ১২ ধারায়
     খ. ১০ ধারায়
     গ. ১১ ধারায়
     ঘ. ১০ ধারায়
১৬. অতিরিক্ত ডেপুটি কমিশনার কি বলে গণ্য হবে -
     ক. বিশেষ ম্যাজিস্ট্রেট
     খ. জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট
     গ. নির্বাহী ম্যাজিস্ট্রেট
     ঘ. তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
১৭. থানা নির্বাহী অফিসার [TNO] কি বলে গণ্য হবে -
     ক. বিশেষ ম্যাজিস্ট্রেট
     খ. জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট
     গ. নির্বাহী ম্যাজিস্ট্রেট
     ঘ. তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
১৮. বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে ফৌজদারী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. ১০ ধারায়
     খ. ১২ ধারায়
     গ. ১১ ধারায়
     ঘ. ১৫ ধারায়
১৯. প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জরিমানা করতে পারে-
     ক. ৭ হাজার টাকা পর্যন্ত
     খ. ৫ হাজার টাকা পর্যন্ত
     গ. ২ হাজার টাকা পর্যন্ত
     ঘ. ১০ হাজার টাকা পর্যন্ত
২০. প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে-
     ক. জেলা ম্যাজিস্ট্রেট
     খ. দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
     গ. তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
     ঘ. বিশেষ ম্যাজিস্ট্রেট
২১. যুগ্ম দায়রা জজ কি দণ্ড দিতে পারে ?
     ক. সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড দিতে পারে
     খ. সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড দিতে পারে
     গ. সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড দিতে পারে
     ঘ. আইনে অনুমোদিত যেকোনো দণ্ড দিতে পারে
২২. বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারে ?
     ক. ১০ বছর
     খ. ৭ বছর
     গ. ৫ বছর
     ঘ. ৩ বছর
২৩. দায়রা জজ কি দণ্ড দিতে পারে ?
     ক. সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড দিতে পারে
     খ. সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড দিতে পারে
     গ. সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড দিতে পারে
     ঘ. আইনে অনুমোদিত যেকোনো দণ্ড দিতে পারে
২৪. কোন মামলা ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার করা হয়ে থাকলে এবং ভিন্ন ভিন্ন অপরাধের সাজা একত্রিত করে দেওয়া হলে তা ম্যাজিস্ট্রেট সাধারণ ক্ষমতাবলে যে দণ্ড দিতে পারে তার-
     ক. দুই গুণের অধিক হবেনা
     খ. সমান হবে
     গ. অধিক হবেনা
     ঘ. তিন গুণের অধিক হবেনা
২৫. "পরপর কারাবাসের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে ১৪ বছরের বেশী মেয়াদের কারাদণ্ড দেওয়া যাবেনা" ফৌজদারী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. ধারা ৩৩ ২(ক)
     খ. ধারা ৩৫ ২(ক)
     গ. ধারা ৩৬ ২(ক)
     ঘ. ধারা ৩৫ ১(ক)