Model Test 02
০১. "বারিত না হলে দেওয়ানী আদালত সকল প্রকার দেওয়ানী প্রকৃতির মামলার বিচার করবে"- দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. ১১ ধারায়
     খ. ৯ ধারায়
     গ. ১২ ধারায়
     ঘ. ৮ ধারায়
০২. দ্য সিভিল কোর্টস এক্ট, ১৮৮৭ এর ৩ ধারায় কয় প্রকার দেওয়ানী আদালতের কথা বলা হয়েছে ?
     ক. ৫ প্রকার
     খ. ২ প্রকার
     গ. ৬ প্রকার
     ঘ. ৩ প্রকার
০৩. কোনটি দেওয়ানী প্রকৃতির মামলা নয় ?
     ক. সম্পত্তির অধিকার নিয়ে মামলা
     খ. কপিরাইট অধিকার সম্পর্কিত মামলা
     গ. মুসলিম বিবাহ বিচ্ছেদের মামলা
     ঘ. ধর্ষণের মামলা
০৪. রায়হান, আবরার এর কাছে কিছু জমি বিক্রি করবে বলে চুক্তি করে, জমিগুলো রাজবাড়ী এবং ফরিদপুর জেলায় অবস্থিত । রায়হান এবং আবরার দুইজনেই বসবাস করে কুমিল্লা। পরবর্তীতে রায়হান এবং আবরারের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দিলে আবরার রায়হানের বিরুদ্ধে জমি বিক্রয় চুক্তি বাস্তবায়নের জন্য কোথায় মামলা করতে পারবে ?
     ক. রাজবাড়ী
     খ. ফরিদপুর
     গ. রাজবাড়ী অথবা ফরিদপুর
     ঘ. কুমিল্লা
০৫. সর্বনিম্ন এখতিয়ারসম্পন্ন আদালত কিভাবে নির্ধারণ হবে ?
     ক. অর্থিক এখতিয়ার দ্বারা
     খ. আঞ্চলিক এখতিয়ার দ্বারা
     গ. আদি এখতিয়ার দ্বারা
     ঘ. বিষয় ভিত্তিক এখতিয়ার দ্বারা
০৬. দেওয়ানী আদালত সমূহের কোন ধরণের মামলার বিচার করার এখতিয়ার আছে তা দেওয়ানী কার্যবিধির কত ধারায় বলা হয়েছে ?
     ক. ১১ ধারায়
     খ. ৯ ধারায়
     গ. ১২ ধারায়
     ঘ. ৮ ধারায়
০৭. যে মামলায় সম্পত্তি বা পদের অধিকার সম্পর্কে প্রতিদ্বন্দ্বিতা হয়, তা-
     ক. ফৌজদারী মামলা
     খ. বিশেষ প্রকৃতির মামলা
     গ. দেওয়ানী প্রকৃতির মামলা
     ঘ. কোনটিই নয়
০৮. কোনটি দেওয়ানী প্রকৃতির মামলা নয় ?
     ক. স্থাবর সম্পত্তির স্বত্ব নিয়ে মামলা
     খ. অস্থাবর সম্পত্তির স্বত্ব নিয়ে মামলা
     গ. ট্রেডমার্ক অধিকার সম্পর্কিত মামলা
     ঘ. মারামারির মামলা
০৯. মামলার বিষয়বস্তু বিভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত হলে, কোথায় মামলা করতে হবে ?
     ক. মামলার বিষয়বস্তু যে সকল আদালতের এখতিয়ারে অবস্থিত তার যেকোন একটিতে
     খ. মামলার বিষয়বস্তু যে সকল আদালতের এখতিয়ারে অবস্থিত তার যেকোন প্রত্যেকটিতে
     গ. মামলার বিষয়বস্তু যে সকল আদালতের এখতিয়ারে অবস্থিত নয় এমন কোন আদালতে
     ঘ. কোনটিই নয়
১০. "ক" চট্টগ্রাম বসবাস করে এবং সে "খ" –কে খুলনায় মারধর করে, এখন "খ" কোথায় মামলা করতে পারবে ?
     ক. চট্টগ্রামে
     খ. খুলনায়
     গ. চট্টগ্রাম অথবা খুলনায়
     ঘ. ঢাকায়
১১. দেওয়ানী আদালত প্রতিষ্ঠিত হয়-
     ক. দেওয়ানী কার্যবিধি অনুযায়ী
     খ. দ্য সিভিল কোর্টস এক্ট অনুযায়ী
     গ. নির্বাহী আদেশ বলে
     ঘ. কোনটিই নয়
১২. দেওয়ানী কার্যবিধির কত ধারায় দেওয়ানী মামলা বিষয়ে দেওয়ানী আদালতগুলোকে সাধারণ এখতিয়ার দেওয়া হয়েছে ?
     ক. ৯ ধারায়
     খ. ১১ ধারায়
     গ. ১৫১ ধারায়
     ঘ. ২ ধারায়
১৩. কোনটি দেওয়ানী প্রকৃতির মামলা ?
     ক. রাজনৈতিক অধিকার বিষয়ক মামলা
     খ. সম্পত্তির অধিকার নিয়ে মামলা
     গ. মারামারি নিয়ে মামলা
     ঘ. ধর্ষণের মামলা
১৪. "যেখানে মামলার বিষয়বস্তু অবস্থিত, সেখানে মামলা দায়ের করতে হবে"- দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. ১৬ ধারায়
     খ. ১৫ ধারায়
     গ. ১৯ ধারায়
     ঘ. ৯ ধারায়
১৫. "যেখানে বিবাদীগণ বাস করে কিংবা নালিশের কারণ উদ্ভূত হয়, সেখানেই অন্যান্য মামলা সমূহ করতে হবে"- দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. ১৯ ধারায়
     খ. ১৫ ধারায়
     গ. ২০ ধারায়
     ঘ. ১৭ ধারায়
১৬. বিরোধীয় জমি দুটি জেলায় অবস্থিত হলে তৎসম্পর্কে কোন জেলার আদালতে মামলা করতে হবে ?
     ক. যে জেলায় বাদী বসবাস করে
     খ. দুটি জেলার যেকোনো একটিতে
     গ. যে জেলায় বিবাদী বসবাস করে
     ঘ. তৃতীয় কোন জেলায়
১৭. মামলার বিষয়বস্তু যখন দুই বা ততোধিক আদালতের কোনটির স্থানীয় এখতিয়ারে অবস্থিত তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়, তখন কোথায় মামলা করতে হবে তা দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. ১৫ ধারায়
     খ. ১৮ ধারায়
     গ. ১৬ ধারায়
     ঘ. ১৭ ধারায়
১৮. "ক" এবং 'খ' এর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে, জমিগুলো কক্সবাজার এবং চট্টগ্রাম উভয় জেলাতেই অবস্থিত, কিন্তু "ক" বসবাস করে সিলেটে এবং "খ" বসবাস করে ঢাকায়। এখন "ক" যদি ঐ বিরোধীয় জমি নিয়ে মামলা করতে চায়, তাহলে কোথায় মামলা করতে হবে ?
     ক. ঢাকায়
     খ. সিলেটে
     গ. চট্টগ্রাম অথবা কক্সবাজারে
     ঘ. চট্টগ্রামে
১৯. কোন আদালতের আদি এখতিয়ার আছে ?
     ক. যুগ্ম জেলা জজ আদালত
     খ. সিনিয়র সহকারী জজ আদালত
     গ. সহকারী জজ আদালত
     ঘ. উপরের সব
২০. "প্রত্যেকটি মামলা উহার বিচার করার যোগ্যতাসম্পন্ন সর্বনিম্ন পর্যায়ের আদালতে দায়ের করতে হবে"- দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. ১৫ ধারায়
     খ. ১৬ ধারায়
     গ. ১৯ ধারায়
     ঘ. ৯ ধারায়
২১. "ক" ঢাকায় বসবাস করে এবং সে সিলেটে "খ" সম্পর্কে মানহানিকর বিবৃতি প্রকাশ করে, এখন "খ" কোথায় মামলা করতে পারবে ?
     ক. ঢাকা অথবা সিলেটে
     খ. ঢাকায়
     গ. সিলেটে
     ঘ. চট্টগ্রামে
২২. সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার কত ?
     ক. ১৫ লক্ষ টাকা পর্যন্ত
     খ. ২৫ লক্ষ টাকা পর্যন্ত
     গ. ৫ লক্ষ টাকা পর্যন্ত
     ঘ. সীমাহীন
২৩. কোনটি দেওয়ানী প্রকৃতির মামলা ?
     ক. মারামারি নিয়ে মামলা
     খ. রাজনৈতিক অধিকার বিষয়ক মামলা
     গ. মুসলিম বিবাহ বিচ্ছেদের মামলা
     ঘ. কোনটিই নয়
২৪. ক্ষতিপূরণের মামলা কোন আদালতে দায়ের করতে হবে তা দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. ১৯ ধারায়
     খ. ১৫ ধারায়
     গ. ২০ ধারায়
     ঘ. ১৭ ধারায়
২৫. আদালতের এখতিয়ার সম্পর্কে আপীল বা রিভিশন আদালত কখন আপত্তি মঞ্জুর করতে পারে ?
     ক. বিচার্য বিষয় নির্ধারণ করার সময় আপত্তি না করলে
     খ. বিচার্য বিষয় নির্ধারণ করার পূর্বে আপত্তি না করলে
     গ. ন্যায় বিচারের স্বার্থে
     ঘ. কোনটিই নয়