Model Test 01
০১. দেওয়ানী কার্যবিধি ১৯০৮ কখন থেকে কার্যকর হয় ?
     ক. ১লা জানুয়ারী ১৯০৮
     খ. ১লা জানুয়ারী ১৯০৯
     গ. ১লা মার্চ ১৯০৯
     ঘ. ১লা সেপ্টেম্বর ১৯০৯
০২. দেওয়ানী কার্যবিধি ১৯০৮ সালের কত নং আইন ?
     ক. ৬ নং
     খ. ২ নং
     গ. ৫ নং
     ঘ. ৯ নং
০৩. কোনটি ডিক্রি হিসেবে গণ্য হবে ?
     ক. আরজি প্রত্যাখ্যানের আদেশ
     খ. আরজি গ্রহণের আদেশ
     গ. আরজি ফেরতের আদেশ
     ঘ. অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ
০৪. দেওয়ানী কার্যবিধির ২(২) ধারায় কয় ধরণের ডিক্রির কথা বলা হয়েছে ?
     ক. ২ ধরণের
     খ. ৫ ধরণের
     গ. ৬ ধরণের
     ঘ. ৩ ধরণের
০৫. বাদীর অনুপস্থিতির জন্য আদালত মামলা খারিজের আদেশ দিলে তা-
     ক. আদেশ
     খ. চূড়ান্ত ডিক্রি
     গ. ডিক্রি
     ঘ. প্রাথমিক ডিক্রি
০৬. দেওয়ানী কার্যবিধির কত ধারায় সরকারী উকিল এর সংজ্ঞা দেওয়া হয়েছে ?
     ক. ২(২) ধারায়
     খ. ২(১২) ধারায়
     গ. ২(৮) ধারায়
     ঘ. ২(৭) ধারায়
০৭. দেওয়ানী কার্যবিধি কত সালে প্রণয়ন করা হয় ?
     ক. ১৯০৯ সালে
     খ. ১৯০৮ সালে
     গ. ১৮০৮ সালে
     ঘ. ১৮০৯ সালে
০৮. দেওয়ানী কার্যবিধির ধারাগুলো সংশোধন করতে পারে -
     ক. জাতীয় সংসদ
     খ. হাইকোর্ট
     গ. সুপ্রিম কোর্ট
     ঘ. জাতীয় সংসদ এবং হাইকোর্ট
০৯. দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর কত ধারায় ডিক্রির সংজ্ঞা দেওয়া আছে ?
     ক. ধারা ২(৩)
     খ. ধারা ২(৬)
     গ. ধারা ২(২)
     ঘ. ধারা ২(১৪)
১০. আরজি প্রত্যাখ্যান (Rejection Of Plaint) এর সিদ্ধান্ত কি ?
     ক. ডিক্রি
     খ. আদেশ
     গ. আপীলযোগ্য আদেশ
     ঘ. কোনটিই নয়
১১. যার স্বপক্ষে ডিক্রি দেওয়া হয় অথবা জারি করার উপযুক্ত কোন আদেশ দেওয়া হয় তাকে কি বলে ?
     ক. দায়িক
     খ. বাদী
     গ. ডিক্রিদার
     ঘ. বিবাদী
১২. ডিক্রি বা আদেশের যুক্তি হিসেবে বিচারক যে বর্ণনা দেন তাকে কি বলে ?
     ক. আদেশ
     খ. রায়
     গ. ডিক্রি
     ঘ. আপীলযোগ্য আদেশ
১৩. যার বিরুদ্ধে ডিক্রি দেওয়া হয় তাকে কি বলে ?
     ক. ডিক্রিদার [Decree Holder]
     খ. বিবাদী
     গ. বাদী
     ঘ. দায়িক [Judgment Debtor]
১৪. কোনটি ডিক্রি হিসেবে গণ্য হবে না ?
     ক. মামলার শুনানীর দিন যদি বাদী অনুপস্থিত থাকে এবং আদালত মামলা খারিজের আদেশ দিলে তা
     খ. আরজি প্রত্যাখ্যানের আদেশ
     গ. দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর ১৪৪ ধারার অধীন পুনরূদ্ধার বিষয়ে আদালতের কোন সিদ্ধান্ত
     ঘ. কোনটিই না
১৫. অন্তবর্তীকালীন মুনাফা [Mesne Profits] বলতে বুঝায় একজন কর্তৃক কোন সম্পত্তি হতে প্রাপ্ত মুনাফা, যে সম্পত্তিতে উক্ত ব্যক্তির-
     ক. আইনসঙ্গত দখল আছে
     খ. অন্যায় ভাবে দখল আছে
     গ. বৈধ দখল আছে
     ঘ. অনুমিত দখল আছে
১৬. অন্তবর্তীকালীন মুনাফা [Mesne Profits] বলতে বুঝায় -
     ক. চুক্তি মোতাবেক দখল থেকে মুনাফা লাভ
     খ. অস্থায়ী কোন সময়ের জন্য দখল করে লাভ
     গ. বেআইনীভাবে দখল করে লাভ
     ঘ. আইনগতভাবে দখল করে লাভ
১৭. দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর ১৪৪ ধারায় অধীন পুনরূদ্ধার বিষয়ে আদালতের কোন সিদ্ধান্ত দিলে তা হবে-
     ক. আদেশ
     খ. আপীলযোগ্য আদেশ
     গ. ডিক্রি
     ঘ. আপীল অযোগ্য আদেশ
১৮. দেওয়ানী কার্যবিধির কত ধারায় বৈধ প্রতিনিধি [Legal Representative] এর সংজ্ঞা দেওয়া হয়েছে ?
     ক. ২(১২) ধারায়
     খ. ২(১১) ধারায়
     গ. ২(২) ধারায়
     ঘ. ২(৯) ধারায়
১৯. দেওয়ানী কার্যবিধির কত ধারায় অন্তবর্তীকালীন মুনাফা [Mesne Profits] এর সংজ্ঞা দেওয়া হয়েছে ?
     ক. ২(১১) ধারায়
     খ. ২(১০) ধারায়
     গ. ২(১৫) ধারায়
     ঘ. ২(১২) ধারায়
২০. দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর ১৪৪ ধারায় অধীন পুনরূদ্ধার বিষয়ে আদালতের কোন সিদ্ধান্ত কি ?
     ক. ডিক্রি
     খ. আদেশ
     গ. আপীলযোগ্য আদেশ
     ঘ. কোনটিই নয়
২১. দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর কোথায় কোন কোন আদেশের বিরুদ্ধে আপীল করা যায় তা বলা হয়েছে ?
     ক. ১০৫ ধারায় এবং ৪২ আদেশে
     খ. ১০২ ধারায় এবং ৪৫ আদেশে
     গ. ১০৪ ধারায় এবং ৪৩ আদেশে
     ঘ. ১০৬ ধারায় এবং ৪৬ আদেশে
২২. চূড়ান্ত ভাবে মামলার পক্ষদ্বয়ের অধিকার এবং কর্তব্য নির্ধারণ করে -
     ক. আদেশ
     খ. ডিক্রি
     গ. ডিক্রি এবং আদেশ
     ঘ. কোনটিই নয়
২৩. দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর কত ধারায় আদেশের সংজ্ঞা দেওয়া আছে ?
     ক. ২(২) ধারায়
     খ. ২(১২) ধারায়
     গ. ২(৫) ধারায়
     ঘ. ২(১৪) ধারায়
২৪. আদেশ কয় প্রকার হতে পারে ?
     ক. ২ প্রকার
     খ. ৩ প্রকার
     গ. ৫ প্রকার
     ঘ. ৬ প্রকার
২৫. দেওয়ানী কার্যবিধির কত ধারায় ডিক্রিদার [Decree Holder] এর সংজ্ঞা দেওয়া হয়েছে ?
     ক. ধারা ২(২)
     খ. ধারা ২(৩)
     গ. ধারা ২(৫)
     ঘ. ধারা ২(১২)